কোথায় থাকবেন ট্র্যাভেল করলে?

ট্র্যাভেল করার সময়  কোথায় রাত কাটাতে বা থাকতে ভালো লাগে ? এক কথায়, গাছের তলায় বা খোলা মাঠে, ঝিকিমিকি জোনাকির আলোয়, পাস দিয়ে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে, একটু দূরে ঝর্ণার জলের আওয়াজ... কিন্তু এভাবে থাকাটা খুবই  কম হয়, নানা কারণে জাস্ট হয় না হোষ্টেল, গেস্ট হাউস, হোটেল না রিসর্ট, অপসন প্রচুর আছে, তবে সব চেয়ে পছন্দ হোষ্টেল, কারণ :


) ব্রডব্যান্ডের স্পিড ভালো, তাই অফিসের কাজ করা যায়

) খুব কম খরচ, ৩০০ - ৮০০ টাকা দিনের ভাড়া

) নিরাপদ নিরাপত্তা বেশি : আপদ এখনও পাইনি এখানে। 

) অনেক বন্ধু তৈরি হয় আর মানুষের সাথে পরিচয় হবার সুযোগ বেশি   একটা বাড়ি-বাড়ি ভাব

) রুম শেয়ার করে থাকতে হয় বলে, লুকোনো ক্যামেরা থাকে না

) Prime location | একটা স্কুটি /সাইকেল জোগাড় করে আশেপাশে সব ঘোরা  হয়ে যায় |

) ঘরের cozy নুক : বিন ব্যাগ বা কুশনে ঠাসা গদিওয়ালা চায়ের বা বাহারী রঙের চাদরে মোড়া একখানা তোষক, দোলনা... এই সব টুকিটাকি ভালো লাগার জিনিস হাতের কাছে পাই বলে, আর কি  চাই !

) সব জায়গায় একটা কমন রুম থাকে, সকাল দশটায় চেক আউট করেও রাত বারোটা অব্দি আরামসে থাকা যায়

) আমি বহুদিনের জন্য যাই বলে জামা কাপড় কাচতে এবং ইচ্ছে মতো রান্না করে খেতেও পাই (বাসন, ওভেন সব থাকে, শুধু নিজের বাজারটা করতে হয়

ঘর, বারান্দা মানে পুরো বাড়ির ডেকোরেশন গুলো আমার বড্ড ভালো লাগে, ছিমছাম... টায়ার, প্লাষ্টিক, পুরোনো ফেলে দেওয়া জিনিসপত্র  রিসাইকেল করে বানানো কত কিছু

) সব খানেই একটা বা দুটো পোষ্য থাকে 

১০) কোথায় যাবেন, কি খাবেন, কি দেখবেন তা জানা যায়

তবে কিছু অসুবিধেও আছে, আমার নয়, বলে রাখছি, ওপরে লুক্রেটিভ পয়েন্টস পড়ে  কেউ হয়তো চলে গেলেন, তাই  : 

) প্রাইভেসি বলে যে জিনিসটা আমরা জানি, সেটার অভাব  আছে, বিবাহিত/ অবিবাহিত দম্পতিদের জন্য হোষ্টেল একেবারেই নয় তবে কিছু হোস্টেলে দুজন থাকার ঘর পাওয়া যায়

)নিজের এঁঠো বাসন নিজেকে মাজতে হবে (কোথাও - কোথাও ),  বাথরুম অনেক সময় নিজেকে পরিষ্কার করতে হতে পারে, সুতরাং কাজ করার অভ্যেস না থাকলে বা কাজ করার ইচ্ছে না থাকলে, অন্য কোথাও থাকবেন কারণ, আপনার জন্য বাকিদের অসুবিধে হবে, অভিজ্ঞতা অনেক আছে আমার

স্পেসিফিক জায়গা বলছি না, তবে কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল, কর্ণাটক, দিউ, উত্তরাখন্ড, গোয়া, গুজরাট, হায়দরাবাদ, বারাণসী ... অনেক অনেক হোস্টেল আছে তুলনামূলক পশ্চিম বঙ্গে কলকাতা, ডুয়ার্স ( খানা) আর শান্তিনিকেতন ( খানা) ছাড়া কোথাও হোস্টেল আছে আমার জানা নেই, কেউ জানলে প্লিজ মেনশন করে দিন

কিছু হোস্টেলের নাম দিলাম যেখানে থেকেছি : Zostel, HosteLaVie, Sturmfrie, Hostalgic, Oldquater, Freebirds, YWCA, Dream House


গেস্ট হাউস :


) খুব ভালো কিন্তু অন্য দের  সাথে পরিচয় হবার সুযোগ কম

) বাড়ির তৈরি ওই রাজ্যের বা জায়গার খাবার আগুমবেতে কস্তুরী আকার বাড়িতে কাশায়াম খেয়েছিলাম

) অযথা কিছু  বিরক্তিকর নিয়ম কানুন তৈরি করে, যেটা আমার সবচেয়ে অপছন্দ, নিয়মের চোটে পরেরদিন ভোরেই অনেক জায়গা থেকে বেরিয়ে গেছি 


হোটেল আর রিসোর্ট


) খরচ অনেক বেশি

আর কেমন যেন প্রভু-ভৃত্য সম্পর্ক

) দামী চার-পাঁচ-সাত তারকা খচিত হোটেল গুলোতে, ওই আবছা আলো, ডুবে যাওয়া বিছানা, নীল মেঝের সুইমিং পুল, ফোন করে " আমায় খাবার দাও " নতুবা ডাইনিং টেবিলে ভালো করে বসো, কেটে কেটে চামচ দিয়ে খাও... সব মিলিয়ে একটা যেন একটা অন্য জগৎ, জাস্ট পোষায় না  

) পাশের ঘরগুলোতে যারা থাকে তাদের সাথে মুচকি হাসি বা গোটাকয়েক হাই /হ্যালো আর খুব বেশি হলে, 'আমি এই করি' আর 'ওই করি'... ব্যাস কথা শুরুতেই শেষ |


Zostel @Sonar Kella, Jaisalmer

Zostel @udaipur

HosteLaVie @Varanasi

HosteLaVie @Varanasi

Zostel @Jaipur

Sturmfrie @Gokarna

Dream House, @Diu


Comments

Popular posts from this blog

হ্যালোউইন

Baya Weaver's Nest

Rompope: an eggnog drink of Mexico