Skip to main content

Posts

Showing posts from April, 2023

Temples of Thirukkadaiyur

আর এক বার বিয়ে করতে চান ? তবে আগে যার সাথে বিয়ে হয়েছিল বা করেছিলেন তাকেই কিন্তু  বিয়ে  করতে হবে। যার আগে ষাট বছর হবে তখন। ষাটের পর যদি সত্তর, আসি বছর অব্দি বেঁচে থাকেন তখনও সেই একই বৌ বা বরকেই বিয়ে করতে হবে। তবে ষাট বছর বয়সের বুড়ো-বুড়ির বিয়ের ব্যবস্থা তাদের ছেলে-মেয়ে, নাতি-নাত্নিরাই  করে।   এই দ্বিতীয়-তৃতীয় বার বিয়েতে একটা বড়ো পাওনা হলো, বিয়ের ছবি ও ভিডিও। স্বাভাবিক ভাবেই প্রথম বারের বিয়েতে এই সুযোগ কারোর ছিল না।   যদি ছানাপোনা  না  থাকে  তাহলে  নিজেদেরই বুড়ো কালে আবার বিয়ের ব্যবস্থা করতে হবে।   আমার ঘটনাটা শোনা আর দেখা একসাথে, এক জায়গাতেই হয়। শুরু থেকে শুরু করি। পন্ডিচেরী থেকে বেরোনোর সময় ঠিক করলাম প্রথমে তাঞ্জোরে, পরে মাদুরাই হয়ে রামেশ্বরম যাবো। রাস্তা  চওড়া  করার  জন্য NH32-র বাজে অবস্থা, লাল মাটির ধুলো খেতে-খেতে আর ভাল্লাগছিলো না। তাই  মাদুরাই  হয়ে রামেশ্বরম যাবো।  তবে থারংবাড়ি (  এককালে ডেনমার্ক-র রাজত্ব ছিলো ),  পুম্পাহার (তামিলনাড়ু ), কারাইকাল ( পন্ডিচেরী ) যাবার ইচ্ছে আছে, সে দরকার হলে রামেশ্বরম থেকে ইউ-টার্ন নেবো না হয়। রাস্তা বেশি হলে আমার কোনো চাপ নেই। কিন্তু, তিরুক্ক