Skip to main content

Posts

Showing posts from 2021

এসপ্ল্যানেড ম্যানশন

কলকাতার পুরানো , বড়ো বাড়ি গুলো যেগুলো ' হেরিটেজ বিল্ডিং '- র তকমা পেয়েছে সেগুলো নিয়ে তথ্য ও ছবি জোগাড় করে লেখা শুরু করেছি। এর আগে কুইন্স ম্যানসন নিয়ে লিখেছিলাম , লিংক - https://www.theroamingdiary.com/2021/09/blog-post_24.html এসপ্ল্যানেডে সিঁধু কানু ডহর ( রাস্তা ) ধরে রাজ ভবনের দিকে এগোলে ডান দিকে একটা অপূর্ব সাদা , পাঁচতলা সুন্দর বাড়ি রয়েছে , ওপরে LIC লেখা |  বাড়িটার নাম   “ এসপ্ল্যানেড ম্যানশন “, বাড়ির সামনে একতলাতেই লেখা ইংরাজিতে নামটা | বাড়িটার ডিসাইন বা আর্কিটেকচার যত বার দেখেছি মুগ্ধ হয়েছি। ধবধবে সাদা ( আগে রং ছিল হাল্কা গোলাপি ) আর্ট নুভেউ স্টাইলে বানানো। রাস্তার এক কোনা   থেকে শুরু হয়ে ধীরে ধীরে দুপাশে ঘর বেড়েছে , জবা ফুল জাতীয় কোনো ফুলকে মাঝ বরাবর কাটলে যেমন দেখতে হবে বাড়ির গঠন অনেকটা সেরকম। এই এসপ্ল্যানেড ম্যানশন হল কলকাতা শহরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ভবন। এক্সাক্ট লোকেশনটা হলো :  এসপ্ল্যানেড ম্যানশন কলকাতার কেন্দ্রস্থলে। এসপ্ল্যানেড রো ( পূর্ব ) এবং মা